
তাজ মাহমুদ, লংগদু(রাঙ্গামাটি)নিজস্ব প্রতিনিধি
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার দাবিতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাগত মিছিলের আয়োজন করে। স্বাগত মিছিলটি উপজেলার ঐতিহ্যবাহী মাইনীমুখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে শুরু করে মাইনীমুখ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে এসে শেষ হয়। সংগঠনটি মিছিল শেষে একটি পথসভা করে।
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় স্বাগত মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসিলামী লংগদু উপজেলা আমির মাওলানা মোঃ নাছির উদ্দীন ও নায়েবে আমির মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।
উক্ত স্বাগত মিছিলোত্তর সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য খ ম মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার, বায়তুলমাল সম্পাদক মোঃ ওছমান গণি, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলোত্তর সভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবেন। রোজাদারদের কষ্টদায়ক সকল প্রকার কাজ থেকে বিরত থাকবেন। মাহে রমজানের পবিত্রতা বজায় রাখবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আহবান জানান। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখাসহ অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজিং ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান বক্তারা।