বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদুতে সুষ্ঠু ভোটের পরিবেশ চেয়ে চেয়ারম্যান প্রার্থীর ঝান্টু মাস্টারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

লংগদুতে সুষ্ঠু ভোটের পরিবেশ চেয়ে চেয়ারম্যান প্রার্থীর ঝান্টু মাস্টারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

 মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি।

লংগদুতে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশের দাবিতে চেয়ারম্যান দোয়াত কলম মার্কার প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে মাইনীমূখ বাজারস্থ নিজ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু মাষ্টার।

চেয়ারম্যান প্রার্থী মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু বলেন, আমরা তিন জন চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করছি। আমার জনপ্রিয়তা ও ভোটের গণজোয়ার দেখে আমার বিপক্ষ চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (আনারস প্রতীক) বাবুল দাশ বাবু’র পক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় শীর্ষ নেতারা সরাসরি ভোট চেয়েছেন। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাইনীমূখ বাজারে এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্ত দিবসে আলোচনার নাম করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল দাশ বাবুর পক্ষে বক্তব্য রাখেন নেতারা। এ বৈরি আচার-আচরণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি যেন অত্যান্ত বিবেচনার চোখে দেখা হউক।

তিনি সংবাদ সম্মেলন অভিযোগ করে বলেন, বাবুল দাশ বাবু আমার কর্মীদের প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে এবং দলের সিদ্বান্তের বাহিরে গেছে দল থেকে বের করে দেওয়ার হুকমি দেওয়া হচ্ছে। সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হলে আমি ১০ হাজার ভোট বেশী পেয়ে জয়লাভ করবো। প্রশাসনের কাছে আমার দাবী আপনারা সুষ্ঠু ভোটে ব্যবস্থা করে দেন। নির্বাচনের বাকি আরো ৫-৬ দিন এখন থেকেই বাবুর লোকজন আমার কর্মীদের হুমকি ধামকি প্রদান করছে।

এমন কি মারধর করার অভিযোগ রয়েছে।

প্রার্থী মীর সিরাজুল ইসলাম চৌধুরী অভিযোগে প্রশ্ন রেখে বলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের জন্য কি দলীয় এক নিয়ম আর সারা দেশের জন্য কি আরেক নিয়ম? রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, যুবলীগ সভাপতি ও রাঙ্গামাটি সদর পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীরসহ দলীয় সবাই শাস্তিযোগ্য অপরাধ করেছে। আমি এই অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে বিচারের দাবী জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী রাঙামাটি জেলা আওয়ামী লীগের এ বিচার আপনি করবেন। এই আশাবাদ ব্যক্ত করছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments