বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদু'র নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানের শপথ গ্রহণ আজ।

লংগদু’র নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানের শপথ গ্রহণ আজ।

মোঃ এরশাদ আলী, লংগদু(রাঙ্গামাটি)

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নবনির্বাচিত লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আজ শপথ গ্রহণ করছেন

বুধবার (১২ জুন ২০২৪) বেলা সাড়ে ১১ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ডি আই জি নুরে আলম মিনা।

লংগদু উপজেলায় নব-নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান রাকিব হো‌সেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহ শপথ নেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপের গত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লংগদু উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে চার হাজার ১৬০ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে জয়লাভ করেছে। আনারস প্রতীকে বাবুল দাশ বাবু পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. রকিব হোসেন বই প্রতীকে ১৬ হাজার ৩৭ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা জিন্নাহ কলস প্রতীকে ১৭ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ শেষে বিভিন্ন উপজেলার নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে সার্কিট হাউসের বাইরে নেতাকর্মী ও সমর্থকরা নিজ নিজ উপজেলার নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা ও উপজেলা নেতাকর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন লংগদু’র নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ।

এ সময় বাবুল দাশ বাবু বলেন, ‘জাতীয় সংসদের সংসদ সদস্য জননেতা দীপংকর তালুকদার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে কাজ শুরু করেছেন। আমি তার সঙ্গে একাত্মতা পোষণ করে স্মার্ট নেতার স্মার্ট লংগদু স্লোগানকে সামনে রেখে কাজ করে যেতে চাই। তার তত্ত্বাবধানে লংগদু উপজেলাকে একটি সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট, পরিবেশবান্ধব, শিল্পোন্নত ও সারাদেশের মধ্যে মডেল উপজেলায় রূপান্তরে নিরলসভাবে কাজ করতে চাই। পাশাপাশি লংগদু হতে নানিয়ারচর সড়ক পথের যাতায়াত ব্যবস্থা করতে কাজ করে যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments