বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগ"লংগদুর মাইনীমুখ মডেল হাই স্কুলের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত"

“লংগদুর মাইনীমুখ মডেল হাই স্কুলের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত”

তাজ মাহমুদ, লংগদু(রাঙ্গামাটি)নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলার, লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, নবীন বরণ ও ২০২৫  সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১০ টায় উক্ত অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা এর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ইসমাঈল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদ রেজা, মাইনীমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর শাহ আলম চৌধুরী, মোঃ জামাল উদ্দীন, মাওলানা সা’দুর রশিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। মাওলানা সা’দুর রশিদের পরিচালনায় এসএসসি পরীক্ষার্থীদের  উদ্দেশ্যে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments