বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগ"লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত"

“লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত”

তাজ মাহমুদ, লংগদু(রাঙ্গামাটি)নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার, লংগদু উপজেলাধীন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল করিমের বিদায়, নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০৮ এপ্রিল, ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইবনেসিনা হাসপাতাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু সেনা জোনের মেজর সাজিদ হক। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদ, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, গাথাছড়া বায়তুশশরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম,  মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, জুলাই-২৪ আন্দোলনের ছাত্রনেতা শাহাদাত ফরাজি সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য কল্যাণ কামনা করে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে বক্তব্য প্রদান করেন। তারা এ বিদ্যালয়ন জেলার মধ্যে, বিভাগের মধ্যে যেন তার অবস্থান অক্ষুন্ন রেখে উত্তোরোত্তোর সমৃদ্ধি লাভ করতে পারে সে বিষয়ে সকলের প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সংবর্ধিত প্রধান শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরিশেষে অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমের পরিচালনায় বিদায়ী প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments