বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদুুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

লংগদুুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

মোহাম্মদ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জালাল উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর শাহ নেওয়াজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম।

এ সময় মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মোঃ তৈয়ব আলী।

এর আগে সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনসহ সর্বস্থরের পক্ষ থেকে অস্থায়ী জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের স্বজনরা, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments