মোঃ এরশাদ আলী,লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
দুর্গম পার্বত্য এলাকার পাহাড়ী-বাঙ্গালী ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আইসিটিতে পারদর্শী এবং ডিজিটাল মিডিয়া সম্পর্কে জ্ঞান জ্ঞানের বিকাশ ঘটাতে গত ৩ মার্চ মাস ব্যাপী কমিউনিটি কম্পিউটার কোর্সের আয়োজন করেন লংগদু জোন।
২৮ মার্চ ( বৃহস্পতিবার ) সকাল ১১ ঘটিকায লংগদু জোনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে পাহাড়ী বাঙ্গালী ৩০ জন প্রশিক্ষণার্থী ছাত্র ছাত্রীর মাঝে মাস ব্যাপী কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ২০২৪ ইং শেষে সনদ প্রদান করা হয়।
লংগদু জোনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জোনের উপ-অধিনায়ক মেজর আহমদ ফারসাদ কবির প্রশিক্ষণার্থীদের হাতে কম্পিউটার সনদ তুলেদেন। সনদ বিতরণ কালে অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, বর্তমান সময়ে পড়া লেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর কম্পিউটার জ্ঞান অর্জন আবশ্যক। অত্র দুর্গম এলাকার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে লংগদু জোন এই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। আশাকরি আমাদের এই আয়োজনে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে।