
মোঃ মোরশেদ আলম,বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর সদর।
লক্ষ্মীপুর জেলা পুলিশের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১৫তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল ২১ এপ্রিল ২০২৪ খ্রি. শনিবার লক্ষ্মীপুর জেলা কনস্টেবল এবং নায়েকদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এই গুরুত্বপূর্ণ কোর্সের উদ্বোধনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মহোদয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ চলাকালীন সময়ে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন।