
মোঃ মোরশেদ আলম।বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর সদর
আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে র্যালি শহরের বাগবাড়ি মোড় থেকে শুরু হয়ে আনন্দ বাস টার্মিনাল প্রেসক্লাব হয়ে উত্তর স্টেশন চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি অ্যাডভোকেট মনজুরুল আলম মিরনের সভাপতিত্বে উক্ত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখা সভাপতি জনাব মমিন উল্লাহ্ পাটওয়ারী।
লক্ষ্মীপুর শহর শাখার সাধারণ সম্পাদক জনাব হারুন দেওয়ানের পরিচালনায় উক্ত সমাবেশে আর ও বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি ডা: আনোয়ার হোসেন, সদর উপজেলা সভাপতি জনাব শামসুল হুদা, লক্ষ্মীপুর সদর উপজেলা দর্জি ইউনিয়নের সভাপতি নাসির আহমদ, লক্ষ্মীপুর সদর উপজেলা রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক ইব্রাহিম মহরম আলী, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট পরান, লক্ষ্মীপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্মচারী সমিতির সহ সভাপতি সালাউদ্দিন নাসির সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত র্যালিতে কয়েকশত শ্রমিক প্লে-কার্ড, টি শার্ট, পোস্টার, ব্যানার, সহ বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে উপস্থিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পহেলা মে নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও স্বীকৃতি পাওয়ার দিন। বিশ্বব্যাপী এ দিবস শ্রমিক জাগরণের দিবস। পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ ও জাতীয়তাবাদ যুগের পর যুগ ধরে শ্রমিক অধিকারের পক্ষে মন ভুলানো চটকদার কথা বললে ও শ্রমিকদের কল্যাণে ভুমিকা রাখেনি, বরং শ্রমিকদের স্বার্থ খর্ব করেছে। আদর্শহীন রাজনীতি শ্রমিকদের কল্যানের পরিবর্তে বঞ্চনা করেছে ই বেশী। এসব রাজনৈতিক নেতারা শ্রমিকের বন্ধু সেজে মূলত শ্রমিকদের কে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যাবহার করেছে। ১৯৮৬ সালের ১লা মে মূলত ছিল শ্রমিকদের বঞ্চনার,গঞ্জনা, অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহ।
ইসলামী শ্রমনীতি ই শ্রমিকদের মুক্তির একমাত্র সনদ। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে শোষন, ক্ষুধা,দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি ইনসাফপুর্ণ সমাজ গড়া সম্ভব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা হেডকোয়ার্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সমস্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগতি উপজেলা জনাব জাফর আহমদ, রামগতি পৌরসভার সভাপতি মনসুর আহমদ।
রায়পুর উপজেলার র্যালীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার, রায়পুর উপজেলা সভাপতি মহিউদ্দিন হারুন ও রায়পুর পৌরসভার সভাপতি আবুল খায়ের মিয়া,রায়পুর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, রায়পুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেন, রায়পুর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ মেম্বার সহ প্রমুখ ।
রামগঞ্জ উপজেলা র্যালিতে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম আজগর ও রামগঞ্জ পৌরসভার সভাপতি আবু ইউসুফ মোহাম্মদ ইসহাক, রামগঞ্জ উপজেলা রিক্সা ব্যাংক শ্রমিক সভাপতি শামীম পাঠান, রামগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়েজ আহমাদ ও রামগঞ্জ উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাস্টার আখতারুজ্জামান সহ প্রমুখ নেতৃবৃন্দ ।