প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ১০:৪৮ পি.এম
লাইব্রেরির দুঃখ কেউ শুনেনা

মো:আবু সাফি ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) শিক্ষানবিশ প্রতিনিধি।
অবসর বিনোদনের একটি অন্যতম মাধ্যম বই পড়া। বিনোদন ছাড়াও জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই। এক্ষেত্রে বইপ্রেমিদের প্রথম পছন্দ থাকে বিভিন্ন পাবলিক লাইব্রেরি। যেখানে অসংখ্য বইয়ের সম্ভার থেকে পছন্দের বিষয়ে এবং বিনামূল্যে বই পড়া যায়। এছাড়াও আছে বই ধার করে পড়ারও সুবিধা।
এরকম সবিধা আছে কাজীপাড়া পশ্চিম জামে মসজিদের তৃতীয় তলায় একটি লাইব্রেরিতে। দুঃখের বিষয় সেখানে বই থাকলেও নেই পাঠক। লাইব্রেরিটা বাদ আসর থেকে বাদ এশা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। মাগরিবের পরে বই পড়া অবস্থায় দুইজন পাঠক দেখতে পাওয়া যায়। পাঠকের মুখে জানা যায় মাগবির-এশা পর্যন্ত সর্বোচ্চ দশ জন পাঠক আসে। লাইব্রেরিতে রয়েছে প্রায় হাজার খানেক বই। ইসলামিক বই ছাড়াও রয়েছে আধুনিক জ্ঞানের বই। ছোট শিশুদেরও বই রয়েছে।পড়ার টেবিলের সামনেই রয়েছে মনোমুগ্ধকর কৃত্রিম গাছ। লাইব্রেরিটি সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। লেখার জন্য কলম ও খাতাও আছে। লাইব্রেরিটি এতো সুন্দর হওয়াতেও নেই পাঠকের ভির। লাইব্রেরিটি আবস্থিত পশ্চিম কাজীপাড়া, ঢাকা।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত