
মোঃ হোসেন আলী বিশ্বাস শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
শৈলকুপা লাঙ্গলবাঁধ আঞ্চলিক ইমাম পরিষদ শনিবার বাদ যোহর লাঙ্গলবাঁধের বাসস্ট্যান্ড সংলগ্ন স্ট্যান্ড জামে মসজিদে কমিটি গঠন করে। সর্বসম্মতিক্রমে উক্ত কমিটির আহবায়ক হিসেবে মনোনীত করা হয় নবগ্রাম কবির আহম্মেদ দাখিল মাদরাসার শিক্ষক এবং ধলহরাচন্দ্র মসজিদের ইমাম জনাব মোঃ আবু বক্কর সিদ্দিককে ।
যুগ্ম সম্পাদক করা হয় যথাক্রমে কুশবাড়ীয়া খাঁ পাড়া মসজিদের ইমাম ওহিদুল ইসলামকে এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল কুরআনের মেধাবী সাবেক শিক্ষার্থী ও সুন্দরপুর জামে মসজিদের ইমাম জনাব মোঃ সাজিদুর রহমানকে ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল কুরআনের মেধাবী সাবেক শিক্ষার্থী ও পাঁচপাখিয়া মসজিদের ইমাম জনাব মোঃ আবু তালিবকে যুগ্ম আহবায়ক করা হয়। আহবায়ক কমিটির সাধারণ সদস্যদের মধ্যে রয়েছে আব্দুর রহিম (ইমাম), সেলিম (কওমি মাদরাসা), রহমত, মফিজুর রহমান (গোবিন্দপুর কওমী মাদ্রাসা) , আবু ঈসা (শেখপাড়া জামে মসজিদ), মাওলানা আবু সাঈফ (নাদুরিয়া জামে মসজিদ, খতিব), তাজ উদ্দিন (ইমাম),মোঃ রবিউল ইসলাম (চর ডাউটিয়া জামে মসজিদ), মোঃ কুতুবউদ্দিন (চাকদাহ জামে মসজিদ), আল আমিন (ডাউটিয়া বাজার মসজিদ),
ফরিদ উদ্দিন (কুশবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদ) এবং দ্যা ডেইলি কান্ট্রি টুডের শৈলকুপা উপজেলা প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আলিমকে ইমাম পরিষদের সদস্য হিসেবে গ্রহণ করা হয়।