
মো. হুমায়ুন কবির, গলাচিপা (পটুয়াখালী) নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় প্রেসক্লাবের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক তৃতীয় মাত্রা/খবরপত্র উপজেলা প্রতিনিধি মু. খালিদ হোসেন-মিলটনকে সভাপতি ও দৈনিক যুগান্তর (দক্ষিণ) পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সোহাগ রহমানকে সাধারণ সম্পাদক করে গলাচিপা প্রেসক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি মো. এনছান আলী মৃধা (দৈনিক সংবাদ বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আরমান (আনন্দ টিভি), মো. হাফিজ সাংগঠনিক সম্পাদক (দৈনিক ভোরের পাতা), মিঠুন চন্দ্র পাল সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক গনকন্ঠ), মো. রেদওয়ান করিম তালাল প্রচার ও প্রকাশনা সম্পাদক, (দৈনিক দক্ষিণ অঞ্চল), আল-মামুন কোষাধ্যক্ষ (দৈনিক মানবকন্ঠ), শিশির হাওলাদার
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (দৈনিক জনবানী/নিউজ ২১), জিল্লুর রহমান জুয়েল সমাজ কল্যান সম্পাদক (দৈনিক গনকন্ঠ, স্টাফ রিপোর্টার ), মো. মিজানুর রহমান দপ্তর সম্পাদক (দৈনিক সংবাদ সকাল), জহিরুল ইসলাম চয়ন বিশ্বাস সহ-দপ্তর সম্পাদক (দৈনিক বাংলাদেশর খবর), মো. মাইদুল হক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক (দৈনিক সরেজমিন)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন প্রভাষক মো. হুমায়ুন কবির (দৈনিক স্বদেশ বিচিত্রা, গলাচিপা উপজেলা প্রতিনিধি), মো. সেরাজুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), এ্যাড. ইসতিয়াক আহম্মেদ ধ্রুব (দৈনিক ভোরের আকাশ)
নতুন এ কমিটি ২০২৫ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।