বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলামায় ত্যাগী নেতা-কর্মীদেরকে বাদ দিয়ে কৃষকদলের কমিটি দেয়ার প্রতিবাদে মিছিল ও সংবাদ...

লামায় ত্যাগী নেতা-কর্মীদেরকে বাদ দিয়ে কৃষকদলের কমিটি দেয়ার প্রতিবাদে মিছিল ও সংবাদ সম্মেলন

এমদাদুল হক তামিম ,লামা(বান্দরবান)নিজস্ব প্রতিনিধি

আহ্বায়ক কমিটিতে আওয়ামীলীগের চিহ্নিত দোসরদেরকে বানিজ্যের মাধ্যমে কমিটি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সদ্য গঠিত লামা উপজেলা  ও পৌর  কৃষকদল ভেঙে দিতে সাত দিনের আলটিমেটাম দেয় প্রতিবাদকারীরা।

বুধবা (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লামা কৃষকদল নেতা জহিরুল ইসলাম বলেন, ‘বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি বহিরাগত এহসানুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক অনুপ্রবেশকারী মনির হোসেন ভূইয়া (বাবুর্চি) কর্তৃক লামা উপজেলা বৈধ কৃষকদল কমিটিটি কোন যৌক্তিক কারণ ছাড়াই ভেঙ্গে দেওয়া হয়। 

তার প্রতিবাদে বিগত জানুয়ারি সংবাদ সম্মেলন করা হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি বান্দরবান জেলা কৃষকদল কর্তৃক লামা উপজেলা ও পৌর শাখায় একটি নৌকা মার্কা কমিটি প্রদান করেছেন। 

লামা উপজেলা কৃষকদলের ১১বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৭ সদস্যের লামা পৌর আহ্বায়ক কমিটি প্রদান করেছেন তারা। গঠিত এই কমিটিতে বেশিরভাগই আওয়ামীলীগের চিহ্নিত দোসর। 

এরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের  সাথে মিলেমিশে বিএনপির বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে বাঁধা প্রদানসহ অসংখ্যা মামলা-হামলা করেছিল। নতুন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইব্রাহিম আওয়ামীলীগের একান্ত দোসর। 

বিএনপির দুর্দিনে যখন আন্দোলন ও সংগ্রামে লিপ্ত ছিলাম তখন তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের তাবেদারী করতো। এমনকি, তারা গত দশ বছরে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন নাই। এসব লোকদরকে সদ্য গঠিত কৃষকদলের এই নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। 

যার প্রমান সহ বিভিন্ন ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রয়েছে। আমরা বিগত দিনের কষ্টের সুসংগঠিত লামা উপজেলার কৃষকদল। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন না করে বানিজ্যিক ভাবে আওয়ামীলীগের চিহ্নিত দোসরদের কমিটি প্রদান করায় লামা উপজেলা কৃষদলেরর সর্বস্তরের ত‍্যাগী নেতা-কর্মীরা এই নতুন কমিটিকে প্রত্যাখান করলাম।

মিডিয়ার মাধ্যমে বান্দরবান কৃষকদলের নেতৃবৃন্দকে অবহিত করছি, যদি আগামী ০৭ দিনের মধ্যে আওয়ামীলীগের চিহ্নিত দোসরদেরকে নিয়ে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল বা বিলুপ্তি না করেন, তাহলে লামা উপজেলা ও পৌর কৃষকদল নবগঠিত আহ্বায়ক কমিটি যদি কোন সাংগঠনিক কার্যক্রম চালাতে যায় আমরা ত্যাগী নেতা-কর্মীরা প্রতিহত করবো। 

এতে যদি কোন প্রকার ঝামেলা সৃষ্টি হয়, এই দায়ভার বান্দরবান জেলা কৃষকদল নেতৃবৃন্দকে নিতে হবে।’ সংবাদ সম্মেলন শেষে কৃষকদলের ত্যাগি নেতা কর্মিদের ব্যানারে লামা পৌর শহরে প্রতিবাদ মিছিল হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments