প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৭:০১ এ.এম
লামায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্টিত হয়েছে

এমদাদুল হক তামিম, লামা(বান্দরবান)নিজস্ব প্রতিনিধি
ভিশন' মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা, এই প্রতিপাদ্য কে সামনে রেখে
বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্ত্বরে, বাংলাদেশ জামায়াতে ইসলাম লামা উপজেলা শাখার আয়োজনে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্টিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলাম লামা উপজেলা শাখার আমীর, কাজী মোহাম্মদ ইব্রাহীম এর সভাপতিত্বে, কর্মী ও সহযোগী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন। মাওলানা মোহাম্মদ শাহজাহান, সহকরী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অধ্যক্ষ আমিরুজ জমান। অঞ্চল টিম সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অধ্যাপক,জাফর সাদেক,অঞ্চল টিম সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল। আরো উপস্তিত ছিলেন, মাওলানা মোস্তাফিজুর রহমান অঞ্চল টিম সদস্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল। এস এম আব্দুচ সালাম আজাদ,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা। অধ্যাপক ফারুক আহমদ,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা।
অধ্যাপক হামেদ হাসান সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলা।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামাতের কর্মী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন,বিগত সরকারের আমলে নানাবিধ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকরা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্টায় নির্ভিকভাবে কাজ করে গেছেন। বিগত সরকারের পতনের পর থেকে ন্যায়,নিষ্টা, সততা ও সংযমের সাথে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা সুনামের সহিত নিরলসভাবে কাজ করে দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আশাকরি আগামী দিনেও আল্লাহ র আইন প্রতিষ্ঠায়,জন সাধারণের জীবনমান উন্নয়ন, তথা সুখি,সমৃদ্ধ,ইনসাফভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের মানুষের পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত