বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলামা প্রেসক্লাবে ইফতার মাহফিল-২৫ অনুষ্টিত

লামা প্রেসক্লাবে ইফতার মাহফিল-২৫ অনুষ্টিত

এমদাদুল হক তামিম, লামা (বান্দরবান) নিজস্ব প্রতিনিধিঃ

লামা প্রেসক্লাব এর আয়োজনে ইফতার মাহফিল-২৫ অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ ১৯ রমাদান বৃহস্পতিবার ক্লাব কনফারেন্স রুমে আয়োজিত ইফতার মাহফিলের আলোচনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত, উপজেলা প্রকৌশলী মোঃ হানিফ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোলায়মান, তথ্য অফিসার রাসেদুল হক, থানা ভার প্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, লামা বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আতা এলাহি, লামা বন বিভাগের হেডক্লার্ক প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আগত অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংক্ষিপ্ত আলোচনায় সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো ব্যাখা করেন। তিনি বলেন, এলাকার মানুষের সার্বিক উন্নয়নে সদশয় সরকারের কর্মকান্ড সমুহেকে অনুপ্রানিত করা ও অসঙ্গিতগুলো দেখিয়ে দেয় সাংবাদিক সমাজ। লামায় সাংবাদিকদের মাঝে ঔক্যের বন্ধনে সুদৃড়গাঁথনি রয়েছে মর্মে প্রধান অতিথি প্রসংশা করেন। ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি মুহাম্মদ কামালুদ্দিন, মিডিয়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে মোনাজাত পরচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতীব মাওলানা, ইব্রাহীম খলিলুল্লাহ সাদেকী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments