রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে শাকিব নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা সাহিদা বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও ১ জনকে অজ্ঞাতনামা করে আসামী করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার পূর্ব সারডুবি এলাকার ৮ নং ওয়ার্ডের শাকিব (২০), তার বাবা আলমগীর হোসেন বল্টু (৪৫), তার মা পেয়ারী বেগম (৪০) ও শাহজাহান (৬৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, মিলন বাজার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী । তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠায় শাকিব। এতে রাজি না হলে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে শাকিবের সঙ্গে বিয়ে দিবে বলে হুমকি দেন আসামীগন। পরবর্তীতে ১৮ মে সকাল ১০ টায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে উক্ত আসামীরা ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় হাতীবান্ধা থানা পুলিশ রাতেই ওই অভিযুক্তর বাবা আলমগীর হোসেন বল্টুকে আটক করেছেন।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত শুরু করেছি এবং এর মধ্যেই অভিযুক্ত একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।