
রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছি’ন’তা’ইয়ের সময় সরকারী কলেজের কর্মচারীসহ তিন ছি’ন’তা’ইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (২৬ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আ’ট’ককৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলা সদরের সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক নাজমুল হোসেন (২৭), ও সিংগিমারী এলাকার আমিনুর রহমানের ছেলে সিদ্দিক(২৫) ও সাজেদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী নুরুজ্জামান উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এবং সরকারী আলীমুদ্দিন কলেজ গেটে বিকাশ ও গলামালের দোকান করতেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন- নবী বলেন, এই ঘটনায় ৩ জন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং বাকী জড়িতদের পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অভ্যাহত রেখেছি।