
মো:সিরাজুল ইসলাম পলাশ ,হাতীবান্ধা লালমনিরহাট বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে ট্রাক এবং অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে (মাস্টার্স পরিক্ষার্থী) সোহেল রানা (২৬) নামে এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং অপর আরো ৫জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)সকাল ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারি এলাকার মনোয়ার মাস্টারের ছেলে।
এলাকাবাসী সূত্র জানা যায়, বুড়িমারী থেকে আসা একটি ট্রাক অপরদিক থেকে আসা অটোরিকশাটি ৬জন যাত্রী নিয়ে কাকিনা থেকে আসছিলেন। এসময় ওয়াপদা বাজার মোড়ে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাস্টার্স পরিক্ষার্থী সোহেল রানা ঘটনাস্থলে নিহত হন। অপর ৫ জন আহত হয় এবং স্হানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা এখন চিকিৎসাধীণ রয়েছেন।
এবিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন