বাড়িবাংলাদেশেলালমনিরহাটে পাটগ্রাম উপজেলার সীমান্তে রোহিঙ্গা নারী আটক

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার সীমান্তে রোহিঙ্গা নারী আটক

মো:সিরাজুল ইসলাম পলাশ

পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে আটকের পর দুপুরে ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।আটককৃত রোহিঙ্গা নারী মোছাঃ রমিদা (২৩) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বালু খালির রহমতুল্লাহ মারি ক্যাম্প নং- ১৬, ব্লক- সি/১২ -এর মৃত সৈয়দ কবিরের মেয়ে।

পুলিশ জানায়, কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজার করিডোর সীমান্তের ৮১২নং পিলার হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা।

পরে থানা হেফাজতে নিয়ে নারী ও শিশু ডেস্কের এএসআই দীপিকা দাসের সহায়তায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ সময় সে গন্তব্যহীন ঘোরাফেরা করে। টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে না পারায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এমতাবস্তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটককৃত নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠাতে ইতোমধ্যে পুলিশের একটি দল তাঁকে সাথে নিয়ে রওনা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments