বাড়িবাংলাদেশেরংপুর বিভাগলালমনিরহাটে মাঠে কাজ করার সময় বিএসএফ'র গুলিতে কৃষক আহত।

লালমনিরহাটে মাঠে কাজ করার সময় বিএসএফ’র গুলিতে কৃষক আহত।

রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের ভারতীয় সীমান্তরক্ষী এলাকা

হাতীবান্ধায় বিএসএফ’র গুলিতে আলতাব হোসেন (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক মাঠে কাজ করার সময় আহত হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকালে ওই উপজেলার সিংগীমারী সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আলতাব হোসেন ওই এলাকার বাচ্চা শেখের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জনসাধারণ জানান, ওই সীমান্তে ৮৯৩ নং মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে মাঠে নিজ জমিতে ভূট্টার ডাটার কাটার কাজ করছিলো কৃষক আলতাব হোসেন।

এ সময় ভারতীয় সীমানার সিঙ্গিমারী সংলগ্ন ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে এসে তাকে লক্ষ্য করে গুলি করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি একটি দল উপস্থিত হয়। এ নিয়ে বিজিবি কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি গণমাধ্যম কে।

ঘটনাস্থলে উপস্থিত সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল ইসলাম ও মমেনা বেগম প্রথম বাংলাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা আমাদের গরুর দড়ি খুলে নিয়ে গেছে এরপর বাংলাদেশের ভিতরে এসে আলতাফ হোসেন কে গুলি করে পালিয়ে গেছে।

আমরা এর বিচার চাই স্বাধীন দেশে আমাদের উপর এত জুলুম কেন ভারতীয় বিএসএফ’দের।

এদিকে আহত আলতাব হোসেনের অবস্থা আশংকাজনক। বিজিবি এ নিয়ে বিএসএফ’র সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেই চলছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments