বাড়িবাংলাদেশেরংপুর বিভাগলালমনিরহাটে ২৭ মামলার আসামী সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আটক

লালমনিরহাটে ২৭ মামলার আসামী সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আটক

লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:
২৭ মামলার আসামী লালমনিরহাট জেলা বিএনপি’র সমাজকল্যাণ সম্পাদক, হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান, বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং মেসার্স এম.এস.এম ব্রিকস্ এর পরিচালক এ.এস.এম. শামসুজ্জামান সেলিম গ্রেফতার হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩ টায় লালমনিরহাট সরকারী কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ.এস.এম. শামসুজ্জামান সেলিম সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তিনি আরও ২৫টি সিআর মামলার আসামী। তার বিরুদ্ধে ৩ টা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য ১২ টি ওয়ারেন্ট সহ মোট ১৫ টি ওয়ারেন্ট রয়েছে। লালমনিরহাট জেলা ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ এর নেতৃত্বে তাকে গ্রেফতার করে লালমনিরহাট থানায় সোপর্দ করা হয়।
এ.এস.এম. শামসুজ্জামান সেলিমকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  নূরনবী নিশ্চিত করেছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments