
রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি।
হাতীবান্ধা উপজেলায় গড্ডিমারী ইউনিয়নে গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর ১৯৯৬ সালের এসএসসি ব্যাচ দীর্ঘ ২৮ বছর পর ব্যতিক্রমী একটি ঈদ পুনর্মিলনী ডালিয়া দোয়ানি তিস্তা ব্যারেজের অবসরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
জানা যায় তিস্তা ব্যারেজের কাজ চলাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং থানা থেকে ডালিয়ার দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় চাকরি করতে আসেন এবং তাদের সন্তানরা সেই সুবাদে গুড্ডিমারী দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে এবং এসএসসি পরীক্ষা দেয় সেরকমই এক ব্যাচ ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষা দেয় একদল শিক্ষার্থী।
সময়ের সাথে সাথে তারা জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় দীর্ঘ প্রায় ২৮ বছর পর তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একত্র হওয়ার ইচ্ছা পোষণ করে, সে সুবাদে ১৩ই এপ্রিল বন্ধু পুনর্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করে। এখানে বন্ধুবান্ধবীদের পাশাপাশি তাদের সন্তানেরাও দেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের আয়োজকরা বন্ধুদের ক্রেস্ট এবং বাচ্চাদের শোভনীয় মগ বিতরণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ লুৎফর রহমান লাবু, মোঃ শহিদুল ইসলাম মোঃ শরিফুল আলম শিরো,মোঃ হাসানুর রহমান, মোসাম্মৎ ইসমেত আরা আদরী, মোসাম্মদ ফেরদৌসী আজম সুমি, মোসাম্মাৎ শারমিন আক্তার রুমি এবং আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ কর্মী।
এরকম ব্যতিক্রমী একটি বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান এলাকায় নানারকম গুঞ্জন ছড়িয়েছে এবং মনে করছেন বর্তমান যুগে এরকম বন্ধু বান্ধবী এখন আর হয় না। তারা এতদিন পরেও এদের যেরকম বন্ধুত্ব এখনো টিকে আছে এটি একটি বিরল দৃষ্টান্ত হাতীবান্ধা থানায়।