বাড়িবাংলাদেশেলালমনিরহাট পৌর মেয়রের সহযোগিতায় নাসিরুদ্দিন ফিরে পেল পরিবার

লালমনিরহাট পৌর মেয়রের সহযোগিতায় নাসিরুদ্দিন ফিরে পেল পরিবার

মো:সিরাজুল ইসলাম পলাশ

সন্তানের প্রতি ভালোবাসা নেই এমন পিতা-মাতা এই পৃথিবীতে বিরল। সে যতোই কালো কিংবা কানা-খোড়া হোকনা কেন সন্তান তো সন্তানই।

কক্সবাজারে রামু উপজেলা থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী নাসিরুদ্দিন (১৫) লাালমনিরহাট পৌর মেয়র ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের সাব এডিটর সাংবাদিক ফয়সাল শামীমের সহযোগীতা ও আপ্রাণ চেষ্টায় দুইদিনের মধ্যেই বুদ্ধি প্রতিবন্ধী নাসিরুদ্দিন ফিরে পেলো তার পরিবার। অবশ্য এতে অনন্য ভুমিকা রাখেন সময়ের কন্ঠস্বরের কক্সবাজার প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল।

নাসিরুদ্দিন কক্সবাজারে রামু উপজেলা কাওয়ার ইউনিয়নের মনিরঝিল গ্রামের ইমাম শরিফের ছেলে। নাসিরুদ্দিনকে গত (১ জানুয়ারি) থেকে কোথাও খুঁজে না পাওয়া গেলে রামু থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

জানাগেছে বুদ্ধি প্রতিবন্ধী নাসিরুদ্দিনকে লালমনিরহাটের বুড়িমারীতে কনকনে শীতের রাতে ট্রেনের মধ্যে শীতের কাপড় বিহীন দেখতে পান দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের সাব এডিটর সাংবাদিক ফয়সাল শামীম । সাংবাদিক ফয়সাল শামীম, ভারত থেকে চিকিৎসা শেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরছিলেন।

ফয়সাল শামীম জানান আমার পাশের ছিটে বসে থাকা বুদ্ধি প্রতিবন্ধী নাসিরউদ্দিনকে কনকনে শীতের রাতে শীতবস্ত্র বিহীন দেখে ছেলেটির সাথে কথা বলে জানতে পারি ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধী এবং তিনি হারিয়ে গেছেন। পরে ছেলেটিকে লালমনিরহাটে নিয়ে এসে শীতবস্ত্রের ব্যবস্থা করে লাালমনিরহাটে সময়ের কণ্ঠস্বর লালমনিরহাট প্রতিনিধি, কাওছার মাহমুদের কাছে রেখে চলে আসি এবং তার পরিবারের সাথে যোগাযোগে চেষ্টা করতে থাকি। পরে সময়ের কণ্ঠস্বর লালমনিরহাট প্রতিনিধি, কাওছার মাহমুদ ও তার স্থানীয় সহকর্মী সাংবাদিক রুবেলসহ প্রথমে থানায় গেলে, থানা কর্তৃপক্ষ ছেলেটিকে রাখতে অপারগতা স্বীকার করেন।

বিষয়টি লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন জানতে পারে এবং তার নিজ হেফাজতে তাকে আশ্রয় দিয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখা-লেখি এবং বিভিন্নভাবে যোগাযোগের দুইদিন পর অবশেষে তার পরিবারের খোঁজ পাওয়া যায়।

লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, আমি সাংবাদিক কাওছার মাহমুদের মাধ্যমে জানতে পারি ছেলেটি হারিয়ে গেছে তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমার বাসায় রেখে আমরা সবাই মিলে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমরা দুইদিনের মধ্যে সফল হই এবং তার পরিবারকে সংবাদ দেই। সংবাদ পেয়ে কক্সবাজার থেকে তার বড় ভাই এবং তার মামা হাতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। মেয়র রেজাউল করিম স্বপন আরো বলেন, এই মানবিকতার উদার পরিচয় দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই লালমনিরহাট সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি কাওছার মাহমুদ ও সময়ের কণ্ঠস্বরের সাব এডিটর ফয়সাল শামীমকে।

বুদ্ধি প্রতিবন্ধী নাসিরউদ্দিনের বড় ভাই নাজিমুদ্দিন বলেন, লাালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনহস সকলের কাছে চির কৃতজ্ঞ, আমার প্রতিবন্ধী ভাইকে যথাযথ পরিচর্যা করে উদারতার পরিচয় বহন করেছেন এবং আমার পরিবারের কাছে হস্তান্তর করার জন্যে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments