
রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুসহ ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সাথি’র দায়িত্বভার গ্রহন।
বুধবার (২৯ মে) দুপুরে উপজেলা চেয়ারম্যানের বাসভবন চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে তাঁরা দায়িত্বভার গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সদস্যগণ, অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, অটো শ্রমিকলীগ, ছাত্রলীগ এর নেতাকর্মীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। দায়িত্বভার গ্রহনের পর অনেকেই তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ তাঁদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং এই উপজেলার জনগণের সবসময় পাশে থাকবেন।
উল্লেখ্য যে, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত ৮ মে বুধবার নির্বাচন এবং ২৮ মে মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুরে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।