
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
সারাদেশের ন্যায় ভোলার লালমোহনেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে সরকারি শাহবাজপুর কলেজ মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে শহিদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে লালমোহন থানা, পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এবং শিল্পকলা একাডেমি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
অপরদিকে একইদিন ভোরে লালমোহন থানার সামনের থেকে একটি প্রভাত ফেরি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।