
অপু হাসান,লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাস, নাশকতা, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং লালমোহন মহা সড়কে অটোরিকশা,ভাড়া চালিত মোটরবাইক যানজট ও সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. শাহ আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,লালমোহন থানা অফিসার ইনচার্জ মো:সিরাজুল ইসলাম। সমাজ সেবা কর্মকর্তা মো: মাসুদ।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল,যুগ্ম-আহবায়ক ও লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল আজিজ শাহিন।
পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু।এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ উপজেলা পরিশোধের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।