প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ২:৪৮ পি.এম
লালমোহনে গ্রাম পুলিশদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার শরিফুল হক

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের ভালো কাজে পুরস্কৃত করলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক। সোমবার দুপুরে লালমোহন থানার উদ্যোগে এই পুরস্কারের আয়োজন করা হয়।
লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশে এই উপজেলায় কর্মরত গ্রাম পুলিশরা ভালো কাজ করায় তাদের মধ্য থেকে সেরা তিন জনকে বাছাই করে এই পুরস্কার প্রদান করা হয়। এতে করে এই এলাকার মানুষের কাছে গ্রাম পুলিশদের আরও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
যেহেতু তারা জনসাধারণের কাছাকাছি থাকে তাই তাদেরকে পুরস্কৃত করলে তারা সামনের দিকে আরো ভালো কাজ করতে উৎসাহ পাবে এবং মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।যাতে তাদের মধ্যে ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হয়।
এছাড়া লালমোহন ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিভানোর উপর গ্রাম পুলিশদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কোন এলাকায় যদি আগুন লাগার মতো ঘটনা ঘটে তাহলে গ্রাম পুলিশরা যাতে দ্রুতগতিতে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে।
আগুন নিভানোর প্রশিক্ষণের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভালো কাজ করা সেরা তিন জন গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক।
এছাড়া তিনি লালমোহন উপজেলা কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সাত সন্তানকে পুরস্কৃত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক তদন্ত মো: মাসুদসহ লালমোহন থানায় কর্মরত বিভিন্ন পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত