
অপু হসান। লালমোহন (ভোলা)নিজস্ব প্রতিনিধি:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গজারিয়া ফুটবল একাদশ বনাম চতলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের উদ্বোধনকালে লালমোহন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, সদস্য সচিব মো. জাকির ইমরান, অনেকে উপস্থিত ছিলেন।