
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের নবগঠিত কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লালমোহনের ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধায়নে প্রতিযোগিতার প্রথম পর্বে ১৪টি মাদরাসার ৫৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেখান থেকে ৪জন বিচারকের সিদ্ধান্তে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ১০জন অংশগ্রহণ করেন। পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ইসলামিক বই উপহার দেওয়া হয়।
লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন অপির সভাপতিত্বে ও পাবলিক রিলেশন হেড আরিফুল ইসলাম রিক্তের সঞ্চালনায় এ সময় সংগঠনটির উপদেষ্টা আরিফুর রহমান রাহাত, আশ্রাফুর রহমান তুহিন, প্রতিযোগিতার বিচারক হাফেজ মো. নজরুল ইসলাম, মো. আব্দুল্যাহ আল-নোমান, আব্দুল কাইয়্যুম, আরিফ বিল্লাহসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।