বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

লালমোহনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

অপু হাসান। লালমোহন। নিজস্ব প্রতিনিধি:

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে” এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে  লালমোহন উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য  নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অবিসংবাদিত নেতা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো: এমরান মাহমুদ ডালিম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ,লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহমুদ উল আলম,

পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জু তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments