বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

অপু হাসান।। লালমোহন ভোলা নিজস্ব প্রতিনিধি:

ভোলার লালমোহনে ‘‘মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর শুভ উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকেলে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ছয় বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির আহ্বায়ক সাদেক  মিয়া জান্টু  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথি মেজর হাফিজ উদ্বোধনী বক্তব্যে বলেন, লালমোহন থানায় এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে এরকম একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন যা সত্যিই মনমুগ্ধকর। ইতোপূর্বে উপজেলায় এত সুন্দর আয়োজন কেহ করতে পারেনি।তিনি উপস্থিত সকলকে খেলা উপভোগ করার জন্য বলেন। খেলোয়ারদেরকে রেফারীকে মান্য করে চলার জন্য বলেন। তবে খেলা কে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা যাবে না। ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments