
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে ভোলার লালমোহন উপজেলার শহিদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৬জন শহিদ পরিবারের সদস্যদের মাঝে এ ঈদ উপহার তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা।
এ সময় তিনি তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ডও প্রদান করেন পরিবারগুলোকে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে এসব শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদানও প্রদান করা হয়।
এ সময় ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা বলেন, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের জীবনের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তাই এসব শহিদদের পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বিএনপি কেবল এই ঈদেই নয়, আগামী দিনের সকল সুখে-দুঃখে ২০২৪-এর এসব শহিদদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।
এ সময় লালমোহন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক মো. রেজাউর রহমান শাহীন, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ ফরায়েজীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।