
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহনে ১শ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আনোয়ার হোসেন (৩৫) কে
আটক করেছে লালমোহন থানা পুলিশ। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. ইউসুফ ও মো. মফিজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত ৯.৩০টার সময় লালমোহন হাসপাতালের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আনোয়ার ৬নং ওয়ার্ড মাছ বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, ভোলার পুলিশ সুপারের নির্দেশে গত ২৩ জানুয়ারি থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১শ পিচ ইয়াবা সহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। এছাড়া সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কাধিক মাদক মামলা রয়েছে।