প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৬:২৬ পি.এম
লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লালমোহন উপজেলা জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে ঢাকার নয়াপল্টনের ভিআইপি রোডের একটি রেস্টুরেন্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আগামী নির্বাচনে দেশের জনগণই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। কেবল স্বৈরাচারকে তাড়ানোতেই আমাদের বিজয় সীমাবদ্ধ নয়, রাষ্ট্র ক্ষমতায় আসার পরই বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরার সভাপতিত্বে এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসেন, এস.এম কবির, রফিকুল ইসলাম রফিক, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত