
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে লালমোহন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এ মেলার সমাপ্তি ঘোষণা করেন। এসময় পৌর প্রশাসক বলেন, করমেলায় অংশ নিয়ে যারা কর দিয়েছেন তাদের সার্ভিসটা আমরা কৃতজ্ঞতার সাথে দেব। যেহেতু পৌর নাগরিকদের করের টাকায় উন্নয়ন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করবো যত দ্রæত সম্ভব এই টাকাকে পৌরসভার বিদ্যমান উন্নয়ন মূলক কাজে ব্যায় করার। মেলা শেষে ঘোষিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মেলায় অংশনেয়া ১০জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার ছিলো ১০হাজার টাকার প্রাইজবন্ড।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ৪দিন ব্যাপী লালমোহন পৌরসভার বকেয়া কর উত্তোলনের উদ্দেশ্যে এই কর মেলার আয়োজন করা হয়। ৪ দিন শেষে পরবর্তীতে সর্বসাধারনের অনুরোধে মেলার মেয়াদ আরো ২দিন বৃদ্ধি করা হয়।
লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, পৌরসভার বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এতে সরকারি ও বেসরকারি হোল্ডিং এ প্রায় ৫ কোটি টাকার মতো বকেয়া করের টাকা রয়েছে। ৬দিন ব্যাপী উক্ত মেলায় বকেয়া করের ১৫% ছাড়ে প্রায় ১ কোটি ২৫লাখ টাকা উত্তোলন হয়।
করমেলার সমাপনী ও র্যাফের ড্রতে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো, মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আফসার হাওলাদারসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও নাগরিকবৃন্দ।