বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহন রোগাক্রান্ত গরুর মাংস বিক্রিয়ের  অভিযোগে দুই কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

লালমোহন রোগাক্রান্ত গরুর মাংস বিক্রিয়ের  অভিযোগে দুই কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
লালমোহন পৌর শহরে লালমোহন পৌর শহরের কসাইখানায় অভিযান চালিয়ে রোগাক্রান্ত গরু জবাই দেয়ার প্রস্ততিকালে দুই কসাইকে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় রোগাক্রান্ত দুটি গরু জব্দ করে উপজেলা ভেটেনারী কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। শনিবার (৪ জানুয়ারী) ভোরে স্থানীয়ভাবে সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ। এসময় পৌরসভার কসাইখানা পরিদর্শক , উপজেলা ভেটেনারী কর্মকর্তা এবং স্যানেটারী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। 
লালমোহন পৌরসভার কসাইখানা পরিদর্শক জামাল উদ্দিন ও স্যানেটারী টিমের সদস্যরা জানান, পৌর শহরের উত্তর বাজারের মাংস বিক্রেতা রুবেল কসাই ও রিপন কসাই দুটি রোগাক্রান্ত গরু জবাই করার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে অভিযান করে গরু দুটি জব্দ করা হয়। পরে গরু দুটি  উপজেলা ভেটেনারী কর্মকর্তার জিম্মায় দেয় ভ্রামম্যান আদালত। এসময় রিপন কসাই ও রুবেল কসাইকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমান করা হয়। 
এর আগে গত ২ জানুয়ারী বৃহস্পতিবারও এই দুই কসাইকে ফুটপাতের জায়গা দখল করে মাংস বিক্রির দায়ে জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত। সে সময় তাদেরকে শতর্ক করা হয়েছিল বলেও জানান টিমের সদস্যরা।   
তবে কসাইদের অভিযোগ ; লালমোহন উত্তর বাজারে স্থাপিত কসাইখানাটি দখল করে সেখানে ভবন ও টং ঘর নির্মান করেছে প্রভাবশালীরা। যার কারনে কসাইখানার বর্জ্য নির্গত হতে প্রতিবন্ধকতা দেখা দেয়ায় কসাইরা যত্রতত্র গরু জবাই করতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় কসাইখানাকে দখলমুক্ত করে দেয়ার দাবী জানিয়েছে কসাইরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments