বাড়িএক্সক্লুসিভ নিউজলালাখাল ইয়াং স্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২২'র উদ্বোধন

লালাখাল ইয়াং স্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২২’র উদ্বোধন

জৈন্তাপুর উপজেলার লালাখাল ইয়াং স্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২২’র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় লালাখাল ফুটবল মাঠে টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বোচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন বিলাল। খেলার উদ্বোধক ছিলেন চারিকাটা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ইমরান আহমদ দুলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সহ-সভাপতি সেলিম আহমদ, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য ও অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুজ্জামান সেলিম।

উপস্থিত ছিলেন চারিকাটা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ, ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দিন, আব্দুন নূর, জামাল আহমদ, আজির উদ্দিন, নিজপাট ইউপি’র ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য জমশেদ আলী ও রাহেল আহমদ, সমাজসেবী মিজানুর রহমান, শিক্ষক কবির আহমদ, যুবনেতা আব্দুর রকিব, ফয়সল আহমদ ও জুবায়ের আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন খেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফয়সল।

উদ্বোধনী খেলায় লালাখাল চা-বাগান স্পোটিং ক্লাব (৬-২) গোলে মুলাগুল এফসি ক্লাবকে হারিয়ে শুভ সুচনা করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments