
রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:
লোকের পাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬ ঘটিকায় পাঁচটিকড়ী হাটখোলা মাঠে অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ সোলায়মান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব লুৎফর রহমান খান আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মাইনুল ইসলাম, গেস্ট অব অনার জনাব মোঃ শামীম মিয়া, সাবেক উপজেলা বিএনপি নেতা জনাব রেজাউল করিম, জনাব ফারুক হোসেন ধলা, জনাব আবু বক্কর সিদ্দিক, যুবদলের জনাব আফজাল হোসেন, লোকের পাড়া ইউনিয়ন বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
জনাব মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি জননেতা লুৎফর রহমান খান আজাদ ঘাটাইলবাসীর সাথে আছেন। বিগত স্বৈরাচারের আমলে আমরা নির্যাতিত হয়েছি। আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আবারও মন্ত্রী হবেন ইনশাআল্লাহ।
দোয়া ও ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।