প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১:৪১ এ.এম
লোহাগড়ায় বিশিষ্ট সমাজসেবক খোকন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যহতি নিলেন।

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো : খোকন চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন। তিনি আগামীতে সামাজিক এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় অত্র এলাকার সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল শেখ ও আলমগীর মোল্যা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট সমাজসেবক মো : খোকন চৌধুরী বলেন, লক্ষ্মীপাশা৷ ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন আমার অজান্তে এবং আমার সাথে কোন আলাপ-আলোচনা না করে লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন। গঠিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার আগেই চেয়ারম্যান কাজী বনি আমিন মারা যান। একারণে দীর্ঘদিনেও গঠিত ওই কমিটি অনুমোদন হয় নাই। তাছাড়া আমার পিতা মরহুম ঈমান উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী স্বপনীল চৌধুরী সোহাগ স্হায়ী ভাবে ঢাকায় বসবাস করে এবং একারণে আমাকেও ঢাকায় অবস্হান করতে হয়। যে কারণে আমিসহ আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি সামাজিক কর্মকান্ড এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখবো বলে তিনি সাংবাদিকদের জানান।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত