প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪৮ এ.এম
লোহাগড়ায় যুবককে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়ামল্লিকপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে সাজ্জাদ শেখ ৪০ কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা।
গতকাল রবিবার রাত ১০.৩০ সময় সাজ্জাদ তার মাছের ঘেরে যাওয়ার পথেওই গ্রামের মৃত মোহাম্মদ মল্লিকের ছেলে আরব মল্লিক সহ ৮/৯ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। সাজ্জাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতাল ভর্তি করে। আজ সকালে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়।
এঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন ঘটনা শুনেছি এখন পর্যন্ত মামলা হয় নাই অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। তাছাড়া এলাকার পরিস্থিতি শান্ত।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত