প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৭:৩৫ পি.এম
লোহাগড়ায় শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

সরদার রইচ উদ্দিন টিপু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির ( ন্যাশনাল পিপলস পার্টি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লোহাগড়া উপজেলা সহকারী ( ভুমি) কর্মকর্তা মিঠুন মৈত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা মুক্তিযুদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমূখ। সভা থেকে যথাযথ মর্যাদায় লোহাগড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করার জন্য নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত