বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত ৯, গণপিটুনিতে ২ ডাকাত নিহত

শরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত ৯, গণপিটুনিতে ২ ডাকাত নিহত

রুবেল ফারাজী . শিবচর(মাদারীপুর)নিজস্ব প্রতিনিধি
মাদারীপুর-শরীয়তপুর সীমান্তবর্তী কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এর আগে ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ৯ জন গুলিবিদ্ধ হন। পরে গুলিতে আহত শ্রমিকদের ও পিটুনিতে আহত পাঁচ ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় মাদারীপুরের কালকিনি ও রাত ১১টার দিকে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে একদল সশস্ত্র ডাকাত গ্রামে হানা দেয় এবং একাধিক বাড়িতে লুটপাট চালানোর চেষ্টা করে। ডাকাতদের বাধা দিতে গেলে তারা এলোপাতাড়ি গুলি চালায়, এতে ৯ জন আহত হন। ডাকাতরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে।

ডাকাতের গুলিতে গুরুতর আহতরা হলেন- মাদারীপুর খোয়াজপুর রাজারচর ও চরগোবিন্দপুর এলাকার অনিক সরদার (১৪), সালাউদ্দিন সরদার (৩৫), দুলাল সরদার (৩৭), সাইমসহ (১৮) বরগুনা জেলা থেকে মাদারীপুরে শ্রমিকের কাজ করতে আসা হেলাল মোল্লা (৪৪)। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।  হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ আলামিন ফকির বলেন, হঠাৎ দেখি ডাকাতরা স্পিডবোট নিয়ে আসছে। কোনো কথা বলার আগেই তারা এলোপাথাড়ি গুলি করে। গুলি আমার শরীরে লাগে। এরপর কি হয়েছে আমি বলতে পারব না। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।

গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে এবং দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শনিবার (১ মার্চ) সকালে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ডাকাতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শরীয়তপুর জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, “ডাকাত দলের হামলায় ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments