প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:১৫ পি.এম
শাজাহানপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ কৃষক লীগ নেতা গ্রেফতার!

শাজাহানপুর(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে যৌথবাহিনীর অভিযানে একটি ম্যাগাজিন বিহীন বিদেশী অস্ত্রসহ ২১ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার আশেকপুর পশ্চিম পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আবু রায়হান (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আবু রায়হান উপজেলার আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।
যৌথবাহিনী তাকে তার নিজ বসত বাড়ি থেকে একটি গুলি ও মাগজিন বিহীন বিদেশি পিস্তলসহ উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ বলেন, আবু রায়হানের বিরুদ্ধে আগের কোন মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত