আব্দুল হান্নান,শাজাহানপুর(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধি।
বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা ও কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬) দুপুরে শাজাহানপু থানা পুলিশের আয়োজনে এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলমের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জিয়াউর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, নববিনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম সরকার, সহ-সভাপতি ডাঃ শাহীন আলম, কোষাধ্যক্ষ এম শাহীন আলম, দপ্তর সম্পাদক গোলাম আযম শামীম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, ধর্মীয় ও সাহিত্য সম্পাদক মোস্তাকিম হোসাইন, সদস্য মেজবাউল আলম মেজবা, নাজিরুল ইসলাম নাজির।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাইদুজ্জামান তারা, নির্বাহী সদস্য প্রভাষক রিয়াজুল ইসলাম, রমজান আলী রঞ্জু, সাংবাদিক সোহেল, শিবলু, শাহিন প্রমুখ।