
আব্দুল হান্নান,শাজাহানপুর(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধি।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাব এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৬ জন সদস্য ১১পদে ভোট প্রয়োগের মাধ্যমে নিজনিজ পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করেন।
এদিন সকাল থেকেই প্রেস ক্লাব চত্বরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করে।
নির্বাচনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল হোসেন ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে জিয়াউর রহমান,সহ-সভাপতি পদে মাইনুল ইসলাম সরকার ও শাহীন আলম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সজিবুল আলম সজিব নির্বাচিত হন।যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হন সুচন্দন সরকার।
কোষাধ্যক্ষ পদে শাহীন আলম,দপ্তর সম্পাদক পদে গোলাম আজম (শামীম),ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম,ধর্মীয় ও সাহিত্য সম্পাদক পদে মোস্তাকিম হোসাইন,নির্বাহী সদস্য পদে রমজান আলী ও রিয়াজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।