বাড়িএক্সক্লুসিভ নিউজশাবিপ্রবিতে আন্দোলনে অর্থের যোগানের অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহার

শাবিপ্রবিতে আন্দোলনে অর্থের যোগানের অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য বিরোধী আন্দোলনে অর্থের যোগানের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫শিক্ষার্থী ও অজ্ঞাতনামায় ১৫০জনের বিরুদ্ধে দায়েরকতৃ মামলা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আন্দোলনে অর্থ যোগানের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থী ও অজ্ঞাত নামায় যে মামলা দায়ের করা হয়েছে, তা প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান সাংবাদিকদের বলেন, আজকে এমন একটি মামলা রায়ের জন্য আদালতে উঠেছে, তবে ফলাফল কি হয়েছে? আমার জানতে পারিনি।

মামলার তদন্ত কর্মকর্তা আবু খালেদ মামুন বলেন, শাবিপ্রবির সাবেক সাবেক ৫ শিক্ষার্থী ও অজ্ঞাত নামায় যে মামলা দায়ের করা হয়েছে তা সিলেট মেট্রোপলিটন আদালত-২ এ শুনানী ও পুলিশের চুড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামীদের উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন। তা আজ (বৃহস্পতিবার) আদালত থেকে নিষ্পত্তি হয়েছে।

জানা যায়, চলতি বছর ২৫ জানুয়ারি শাবিপ্রবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫জন শিক্ষার্থীকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সিলেটের জালালাবাদ থানায় আনা হয়। পরে সাবেক এ শিক্ষার্থী ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন সিলেট তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক আহমেদ। যার মামলা নং- ১১। এসময় আন্দোলনে ‘খাবার দাবারসহ কিছু আনুসাঙ্গিক খরচের সংগ্রহের জন্য ব্যবহৃত ব্যাংক, বিকাশ, রকেট ও একটি নগদ একাউন্ট বন্ধ করে দেয়, পরে তা খুলে দেওয়া হয়।

মামলা থেকে অব্যাহতি প্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থী এ এফ এম নাজমুস সাকিব, ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ফয়সাল আহমেদ, ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী হাবিবুর রহমান, আর্কিটেকচার বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী রেজা নূর মঈন, পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী এ কে এম মারুফ হোসেন৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments