বাড়িশিক্ষাশিক্ষাশাবিপ্রবিতে জাতীয় ছাত্রদলের নেতৃত্বে উসমান-সজীব

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রদলের নেতৃত্বে উসমান-সজীব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী উসমান গনি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজীব আহমেদ জয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে সংগঠনট থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে জাতীয় ছাত্রদলের ১৬তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শিবানন্দ হাজং, মিলন বিশ্বাস, ওয়াসিম মোহাম্মদ শামস, সহ সাধারণ সম্পাদক রাকেশ চন্দ্র দাস, তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তুখোড় আরেং, প্রচার সম্পাদক শুভ্রদেব হাজং, অর্থ সম্পাদক সালমান শাহ, দপ্তর সম্পাদক এমং ছাইন মারমা, পাঠচক্র সম্পাদক জুয়েল চাকমা, সাংস্কৃতিক সম্পাদক দিবাকর বিশ্বাস দিগন্ত এবং সম্মানিত সদস্য দ্বীনবন্ধু সরকার সৌরভ।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন রনি হাজং, অন্তিক চৌধুরী, সজীব আহমেদ, হেদায়েত সাব্বির, নূর আলম এবং অশেষ চাকমা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments