শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার সোসাইটির উদ্যোগে ‘আর্ক সাস্ট ফ্রাঞ্চাইজ ফুটবল টুর্নামেন্ট- ২০২২’র উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে আর্কিটেকচার সোসাইটির প্রচার সম্পাদক সাবা রাইদাহ ফারুকী এ বিষয়টি জানান।
তিনি বলেন, আর্কিটেকচার সোসাইটির উদ্যোগে আজ (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় সিলেটের গুয়াবাড়ি ওয়াকওয়ের রয়্যাল ফিল্ডে আর্ক সাস্ট ফ্রাঞ্চাইজ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে আর্কিটেকচার বিভাগ থেকে মহাবিশ্ব, ড্যাশিং ডেভিলস, করোনা, আশা ও আখালি রেন্ডার্স এ পাঁচটি দল অংশগ্রহণ করে।
আগামী ১৫অক্টোবর সিলেটের সুবিদবাজারস্থ আই এস স্পোর্টস ফিল্ডে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ড শেষে আর্কিটেকচার বিভাগের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হবে।