
মোঃজুয়েল রানা রৌমারী (কুড়িগ্রাম) নিজস্ব প্রতিনিধি,
শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের,বহবায়ক মোহাম্মদ কলিম চান,সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম রানা,নাবায়ক মোঃজাহাঙ্গীর আলম খুশি,সাজ্জাদুর ইসলাম তুহিন,করিম শহিদ,আব্দুস সবুর, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, নাহিদ সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বৃদ্ধ ু,তারা বলেন আমারা শহিদ জিয়াউর রহমানের সততা দেশপ্রেম আদর্শ ও চেতনাকে আমারা বুকে ধারণ কিছি। সারা বাংলাদেশের স্বপ্ন জাগিয়েছেন সেই চেতনায় আমরা বিশ্বাসী।এই মহা উৎসবে কেউ যাতা কোন নাশকতা বিশৃঙ্খলা না করতে পারে আমরা বিশেষ নজর রাখবো।আরও বলেন আগামী দিন গুলোতে আমরা এক সাথে কাজ করবো।