
মোঃ শামিম হাসান,শাহজাদপুর(সিরাজগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি।
মধুমাস জ্যৈষ্ঠের শুরুতে শাহজাদপুরে আগাম লিচু বিক্রি শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই রসালো এফল ক্রয় করতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের মাঝে।
তবে গতবারের চেয়ে এবার দাম দ্বিগুণ হওয়ায় লিচু এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এসময় একজন ক্রেতা কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার ছোট ছোট ছেলে ও মেয়েরা লিচু খাওয়ার জন্য খুব আবদার করছিলো । দাম বেশি হলেও মৌসুমের ফল এজন্য ছেলে মেয়েদের জন্য কিনতেই হবে।এসময় ব্যবসায়ীরা বলেন, দেশে চলমান তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে এবার লিচুর ফলন কমের পাশাপাশি আকারেও অপেক্ষাকৃত ছোট হয়েছে। এছাড়া ফেটে যাওয়া পোড়া ক্ষত দেখা যাচ্ছে লিচুর গায়ে। এতে বড় প্রভাব পড়েছে বাজারে। এছাড়াও মাত্র দুএকদিন ধরে শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজারে লিচু আসতে শুরু করেছে। ইশ্বরদী থেকে আসা এসব লিচু অপরিপক্ব ও আকারে ছোট।
রাজশাহী ও দিনাজপুরের পরিপুষ্ট লিচু এখনো বাজারে আসেনি। এদুই, জেলার লিচুর জন্য ক্রেতাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।